BJP-Left in Tripura : ত্রিপুরায় বামেদের রাজভবন অভিযানে প্রশাসনের অনুমতি ছিল না, ষড়যন্ত্র দেখছে বিজেপি

আগরতলা, ২৬ জুন (হি. স.) : ত্রিপুরায় বামেদের রাজভবন অভিযানে প্রশাসনের অনুমতি ছিল না। ফলে, করোনার প্রকোপের মাঝে তাদের ওই কর্মসূচির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে শাসক দল বিজেপি। আজকের ঘটনার তদন্ত চেয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি প্রদেশ মুখপত্র নবেন্দু ভট্টাচার্য।

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সারা দেশের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও বামেরা রাজভবন অভিযান করেছেন। তাতে, ভালো সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্বাভাবিকভাবেই, ওই কর্মসূচিতে করোনা-বিধি উলঙ্ঘন হয়েছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানিয়েছেন, বামেদের রাজভবন অভিযানে জেলা প্রশাসনের তরফে কোন অনুমতি দেওয়া হয়নি। তাই, এ-বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা চলছে।

করোনার প্রকোপের মাঝেও বামেদের ওই অভিযানের তীব্র সমালোচনা করেছেন প্রদেশ বিজেপি মুখপত্র নবেন্দু ভট্টাচার্য। তাঁর কথায়, করোনার প্রকোপ হ্রাস পাচ্ছে ঠিকই, কিন্ত এখনো বিধিনিষেধ জারি রয়েছে। এখনো প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে, এমনকি মৃত্যুও হচ্ছে। অবশ্য, ত্রিপুরায় এখন স্বাস্থ্য পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। তবুও, বিধিনিষেধ মেনে চলা সকলের জন্যই নিরাপদ। অথচ, সিপিএমের শীর্ষ নেতারা পরিস্থিতির ভয়াবহতা জেনেও কিভাবে এমন কর্মসূচির আয়োজন করলেন, প্রশ্ন তুলেছেন তিনি।

নবেন্দু বলেন, সর্বত্র বিধিনিষেধ ভুলে গিয়ে বিরাট সংখ্যায় মানুষের জমায়েত উচিত হয়নি। তাঁর কথায়, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই, গতকাল করোনা-বিধি মেনে জরুরি অবস্থার বর্ষপূর্তিতে বিজেপি কালো দিবস পালন করেছে। তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে করোনা-র প্রকোপ দেখা যাচ্ছে। সমস্ত কিছু জেনেও বামেদের ওই কর্মসূচির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি জোর গলায় দাবি করেন। তিনি বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, করোনার প্রকোপের মাঝে বামেদের জমায়েতের তদন্ত হোক। তদন্তক্রমে ব্যবস্থা নিক প্রশাসন।