নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন৷৷ নাবালিকা অপহরণের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে সাফল্য পেলো আর কে পুর মহিলা থানার পুলিশ৷ কাকড়াবন থানার অন্তর্গত আমতলি গ্রাম পঞ্চায়েতের ৩২ বছরের যুবক নূর আহমেদ, প্রেমের জালে ফাঁসিয়ে ১৬ বছর বয়সি এক হিন্দু নাবালিকা মেয়েকে মঙ্গলবার সকালে অপহরণ করে নিয়ে যায় বলে মেয়ের বাবা আর কে পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন৷
মঙ্গলবার সকালে ঘটনা সংঘটিত হওয়ার পর দুপুরে রাধাকিশোর পুর মহিলা থানায় নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত ভাবে অপহরণের মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর রাধাকিশোরপুর মহিলা থানার এস আই সুমিত্রা কাপালি মোবাইল ফোন ট্র্যাক করে মঙ্গলবার বিকালেই আগরতলা ক্যাম্পের বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে নূর আহমেদ নামে ওই অভিযুক্তকে৷উদ্ধার করা হয় ওই নাবালিকা মেয়েটিকেও৷
এখানে উল্লেখ থাকে যে অভিযুক্ত নূর আহমেদ পেশায় রাজ যোগার৷ আজ সকালে অভিযুক্তকে কোর্টে প্রেরণ করা হলে আদালত অভিযুক্ত নূর আহমেদকে বার দিনের জেল কাস্টডিতে থাকার নির্দেশ দেন৷ আর কে পুর মহিলা থানার কেস নং ৩১/২০২১, ধারা ৩৬৬ -এ৷নাবালিকা অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুততার সহিত নাবালিকা উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকায় স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যায়৷

