বিভিন্ন প্রকল্প থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার হুমকি তিপ্রা মথা সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ পঞ্চায়েত কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে এমন বিভিন্ন প্রকল্পের ছাপানো ফ্ল্যাক্স ছিড়ে ফেলার হুমকিক দিয়েছেন তিপ্রা মথা-র সমর্থকরা৷ ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধলাই জেলার আমবাসা মহকুমায়৷ আমবাসার বিধায়ক পরিমল দেববর্মার অভিযোগ, তিপ্রা মথা-র সমর্থকদের হুমকির জেরে ভয়ে থানায় মামলা করতে পারছেন না পঞ্চায়েত সচিব৷


আজ বুধবার পরিমলবাবু বলেন, গতকাল বিকেল সাড়ে চারটা নাগাদ বাগমারা ভিলেজের বলরাম পঞ্চায়েতে বৈঠক চলাকালীন তিপ্রা মথা-র সমর্থকরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেন৷ তিনি বলেন, পঞ্চায়েত সচিব হরেরাম দাসগুপ্ত এবং গ্রাম সেবক কুটন দাস বৈঠক করছিলেন৷ ওই সময় তিপ্রা মথা-র সমর্থক খনা দেববর্মা, জুহান কুমার রিয়াং এবং বার্নিংগির হালাম পঞ্চায়েত অফিসে ঢুকে সমস্ত ফ্লেক্স ছিঁড়ে ফেলার জন্য সচিব ও গ্রাম সেবককে হুমকি দেন৷ শুধু তা-ই নয়, ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলা না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও তারা ভয়ভীতি প্রদর্শন করেছেন৷


পরিমলবাবুর দাবি, ওই ঘটনায় আজ এলাকায় স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ কিন্তু ভয়ে পঞ্চায়েত সচিব থানায় মামলা দায়ের করেননি৷ প্রসঙ্গত, এডিসি নির্বাচনের পর থেকে তিপ্রা মথা-র সমর্থকরা সারা রাজ্যে সন্ত্রাস শুরু করেছেন৷ বিভিন্ন এলাকায় তারা ভয়ভীতি প্রদর্শন করছেন৷ চাঁদা আদায়ের জন্য হুমকি দিচ্ছেন৷ শুধু তা-ই নয়, তিপ্রা মথা-র সমর্থকদের হামলায় আইপিএফটি-র বিধায়কও আক্রান্ত হয়েছেন৷ তাতে স্পষ্ট, সারা রাজ্যে ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছে তিপ্রা মথা-র সমর্থকরা৷