নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ মে৷৷ বিশালগড় মহকুমা হাসপাতালে গত দুই দিন আগে বিশালগড় দমকল বাহিনীর জওয়ানরা মুরাবাড়ি এলাকা থেকে একজন অপরিচিত মানসিক ভারসাম্যহীন যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ পরবর্তী সময়ে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি রাখেন৷ তিন দিন যাবত ঐ অপরিচিত যুবকটি বিশালগড় মহকুমা হাসপাতাল ভর্তি রয়েছে৷শুক্রবার দুপুরবেলা হাসপাতলে শৌচাগারে দীর্ঘ কয়েক ঘন্টা যাবত দরজা লাগিয়ে রাখে ঐ যুবকটি৷
পরবর্তী সময়ে হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয় এরপর বিশালগড় থানা খবর পাঠায়৷ পুলিশ এসে হাসপাতালে শৌচালয়ের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবকটি৷ পরবর্তী সময়ে ঐ যুবককে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালের মর্গে রাখা হয়৷ হাসপাতাল থেকে জানা যায় মৃত ব্যাক্তির নাম রাকেশ সরকার৷বয়স চল্লিশ৷