ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার, আমেরিকায় করোনায় মৃত্যু ৭৩৩ জনের

ওয়াশিংটন, ১৯ মে (হি.স.): আমেরিকায় আরও ৭৩৩ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭,৫০৬ জন। ফলে আমেরিকায় ৩৩,৭৭৪,৯৪৫-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭৩৩ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০১ হাজার ৩৩০ জনের।

মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫০৬ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৭৭৪,৯৪৫-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৭,২৫৩,৩২৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৯ লক্ষ ২০ হাজার ২৮৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *