নয়াদিল্লি, ১৬ মে(হি.স.) : রবিবার ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পর অনবরত বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম। গত ৪ মে থেকে এই নিয়ে ৯ বার বাড়ল দাম। এই সপ্তাহতেই ৪ বার বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ২৪ পয়সা বেড়ে হল ৯২.৫৮ টাকা। ডিজেলের দাম ২৭ পয়সা বেড়ে হয়েছে ৮৩.২২ টাকা।
কলকাতাতেও রবিবার মুম্বইয়তে পেট্রলের দাম গিয়ে দাঁড়াল ৯৮.৮৮ টাকা ও ডিজেল ৯০.৪০ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৪.৩১ টাকা এবং ডিজেলের দাম পৌঁছেছে ৮৮.০৭ টাকা। বেঙ্গালুরুতে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৯৫.৩৩ টাকা এবং ৮৭.৯২ টাকা। হায়দরাবাদে পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৬.২২ টাকা এবং ডিজেল ৯০.৭৩ টাকা। তিরুঅনন্তপুরমে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৮১ টাকা এবং ৮৯.৭০ টাকা।
এছাড়াও জয়পুর, চণ্ডীগড়, পাটনা সহ দেশের অন্যান্য শহরেও পেট্রল ও ডিজেলের দাম উর্ধ্বমুখী রয়েছে। পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচন চলাকালীন প্রায় ২ সপ্তাহ পেট্রপণ্যের দাম স্থায়ী ছিল। কিন্তু ভোট শেষ হওয়ার পরে দাম কেবল বাড়তেই থাকে। এই নির্বাচনেও পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়া একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে বিশেষজ্ঞদের দাবি। বেশ কয়েকটি রাজ্যেই চলছে লকডাউন, আংশিক লকডাউন কিংবা কার্ফু। এমতবস্থায় গাড়িও চলছে কম। ফলে পেট্রল ডিজেলের চাহিদাও তুলনামূলক ভাবে কিছুটা কমেছে। কিন্তু তবুও এই মহামারীর মধ্যে পেট্রোপণ্যের দাম উর্ধ্বমুখী। তার মধ্যে এমন উর্ধ্বমুখী মূল্য যে মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলছে তা বলাই বাহুল্য।

