করোণ পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট, বক্সনগরে এগিয়ে এল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ করোণ পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ রক্তদানের তেমন কোনো উৎসাহ পরিলক্ষিত হচ্ছে না৷ এই সংকটময় মুহুর্তে রক্তদান শিবিরের আয়োজন করেছে যুব মোর্চা৷ বক্সনগর মন্ডল আয়োজিত রক্তদান শিবিরে যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷রাজ্যের বর্তমান রক্ত সংকটের কথা বিবেচনা সারা রাজ্যের সাথে দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিজেপি বক্সনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়৷

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, দলের সিপাহীজলা দক্ষিনের জেলা সভাপতি দেবব্রত ভট্রাচার্যী,জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ,বক্সনগর মন্ডল সম্পাদক শ্যামল কান্তি দাস,বক্সনগর মন্ডল যুব মোর্চার সভাপতি জিমুল হক,জিলা পরিষদের সদস্য সন্দীপ সিং মন্ডল ,সভাপতি সুভাষ চন্দ্র সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বগন৷এদিনের রক্তদানকে উদ্দেশ্য করে দলীয় কর্মী সমর্থক সহ রক্তদাতাদের উৎসাহ ও উদ্দিপনা বিশেষ ভাবে লক্ষ্য করা গেছে৷ বিশেষ করে মুসলিমদের পবিত্র এই রমজান মাসে ধর্মীয় উপবাস থেকেও অনেকেই এই রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসেছেন৷এই দিনের শিবিরে মোট ১৬জন রক্তদাতা রক্তদান করেন৷

তবে রক্তদানকে উদ্দেশ্য করে বক্সনগর মন্ডল যুব মোর্চার সভাপতি জিমুল হক জানান, তাদের দল শুধু কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়,মানুষের সুখে দুঃখে সর্বদাই দল সাধারণ মানুষের পাশে অতীতে ছিল এবং আগামী দিনেও পাশে থাকবে৷ গত বছরও এই করোনা মহামারীতে যুব মোর্চার উদ্যোগে ৭০জন যুবক রক্তদান দিয়ে রাজ্যের রক্তশূন্যতা দূরীকরনে সহযোগিতার হাত প্রসারিত করেছিল৷ রক্তদান শিবিরের শেষে যুব মোর্চার সভাপতি জিমুল হক জানান আগামী দিনেও এই রক্ত দানের মতো মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের ব্লাডব্যাংক পুলিশ যখন রক্তের মজুত তলানিতে এসে ঠেকেছে ঠিক সেই সময়ে যুব মোর্চার এ ধরনের রক্তদান শিবির উৎসাহব্যঞ্জক বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *