নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই,৷ ফলে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন৷ সংকট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ জন৷
বর্তমানে ভারতবর্ষে ত্রাহি ত্রাহি পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ সাধারণ জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের টিকা করণ কর্মসূচি৷ করোনার টিকার স্বল্পতা থাকলে কেন্দ্র অথবা রাজ্য সরকার বিষয়টি ঘোষণা করার কথা৷ কেন্দ্র ও রাজ্য সরকার কোন বিবৃতি দেয়নি করোনার টিকা স্বল্পতা নিয়ে৷তারপরও কিভাবে করোনা ভাইরাসের টিকা শেষ হয়ে গেল হাসপাতালে, তা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ণ৷ এ ধরনের অভিযোগ মিলেছে উত্তর জেলার কদমতলা সামাজিক হাসপাতলে৷ করোনা ভাইরাসের টিকা নিতে এসে হয়রানির শিকার সাধারণ জনগণ৷ বয়স্ক পুরুষ মহিলারা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভ্যাকসিন নেই বলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেয়৷ সাধারণ জনগণ স্বাস্থ্যকর্মীদের এহেন বক্তব্য ও আচরণে একপ্রকার ক্ষুব্ধ হয়ে উঠেন৷
এমনকি স্বাস্থ্যকর্মীদের মুখে নেই মাস্ক,নেই সামাজিক দূরত্ব৷ পুনরায় জনগণকে কবে টিকা প্রদান করা হবে জিজ্ঞেস করলে উনারা কোন সদুত্তর দিতে পারেননি৷ শুধু বলেন, ভ্যাকসিন আসলেই টিকা দেওয়া হবে৷ কদমতলা সামাজিক হাসপাতালে টিকা প্রদান বন্ধ হওয়াতে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে৷অবিলম্বে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন প্রদানের জন্য স্থানীয় জনগণ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন৷