তৃণমূলের এজেন্টের টুপিতে মমতার ছবি, কমিশনে নালিশ অগ্নিমিত্রার

আসানসোল, ২৬ এপ্রিল (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণে তৃণমূলের পোলিং এজেন্টের টুপি খুলে নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। টুপি খুলে নেওয়ার কারণ হল-ওই টুপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। আসানসোল দক্ষিণের ভক্তারনগর হাইস্কুলের বুথের ঘটনা। একইসঙ্গে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, মমতার ছবি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সোমবার সকাল থেকে আসানসোল দক্ষিণের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের ভক্তারনগর হাইস্কুলের বুথের ভিতরে প্রবেশ করে তৃণমূলের এজেন্টের মাথা থেকে টুপি খুলে নিলেন তিনি। এই ঘটনায় বুথের ভিতরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
তৃণমূলের ওই এজেন্টের মাথায় টুপিতে মমতা ব্যানার্জির ছবি ছিল। আর তা নিয়েই আপত্তি তোলেন বিজপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুথের ভিতরেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। বুথ থেকে অগ্নিমিত্রা পাল যখন বেরোন তখন তাঁর হাতে ছিল ওই টুপি। এই ঘটনায় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা জানিয়েছেন, “নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় প্রতীক অথবা কোনও রাজনৈতিক নেতার ছবি থাকবে এমন কিছু পরা যাবে না। এটা মমতার কৌশল। তিনি জেনে গিয়েছেন, জনগণ তাঁকে আর ভোট দেবে না। তাঁর সময় হয়ে গিয়েছে। এজেন্ট বলছেন তিনি কিছুই জানেন না। আমি অভিযোগ জানাবো।” ওই বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *