কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : ফের ভাঙন তৃণমূলে। এবার উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে ভাঙল ঘাসফুল শিবিরের ঘর। বুধবার সাংসদ অর্জুন সিং-এর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন ব্যারাকপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর ও তাঁর স্বামী।
তাঁদের সঙ্গেই এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক তৃণমূল কর্মী। দল ছেড়েই ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ। একই সুরে সুর মিলিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তাঁর স্ত্রী তথা বিদায়ী কাউন্সিলর সুধা ঘোষ।
বুধবার রাজ্য বিজেপির সদর দফতরে শতাধিক কর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুর পুরসভার ওই বিদায়ী কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলর। এদিন অর্জুন সিং জানিয়েছেন, এটা সবে শুরু আগামীদিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক আরও বাড়বে। ভোটের আগেই ব্যারাকপুর পুরসভায় এইভাবে শাসকদল ছেড়ে বিজেপিতে যাওয়ায় কিছুটা চাপে ঘাস ফুল শিবির।
যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস। তাঁর দাবি বহুদিন ধরেই গোপনে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন দু’জনেই। তাঁদের দল ছাড়ায় কোনও প্রভাব পড়বে না। যদিও ভোটের মুখে এত সংখ্যক তৃণমূল কর্মীর দল ছাড়ায় চাপে পড়বে শাসকদল দাবি বিজেপির।
উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত প্রায় সবকটি বিধানসভায় তাবড় তাবড় তৃণমূল নেতারা এখন বিজেপিতে। মুকুল রায়, শুভ্রাংশু রায় থেকে শুরু করে অর্জুন সিং, সুনীল সিং এমনকি দীনেশ ত্রিবেদীও এখন বিজেপিতে রয়েছেন। তাই ওই এলাকায় তৃণমূল কর্মী কিংবা নেতাদের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে তাই নিজেদের পিঠ বাঁচাতেই বিজেপিতে আসছেন। যদিও গেরুয়া শিবিরের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চলছে। আগামীদিনে এই যোগদানের হিড়িক আরও বাড়বে বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে।