বঙ্গ নারীরা স্থির করেছেন, এবার তাঁদের পরিবর্তন চাই : নাড্ডা

হুগলি, ৩১ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের নারীরা স্থির করেছেন, এবার তাঁদের পরিবর্তন চাই। বুধবার হুগলি জেলার ধনিয়াখালীতে আয়োজিত জনসভা থেকে এই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একইসঙ্গে নাড্ডা আশ্বস্ত করেছেন, “এবার আপনারা বিজেপি সরকার তৈরি করুন প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করার কাজ শুরু হবে।” এদিন হুগলি জেলার ধনিয়াখালীতে, ধনিয়াখালী মাঠে আয়োজিত জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, “এই নির্বাচন আসল পরিবর্তনের নির্বাচন, বাংলায় পরিবর্তনের জোয়ার দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হল নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, তাই জন্য মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এবং তৃণমূলের নেতারাও নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছেন। প্রথম দফায় ৮৯ শতাংশ ভোট মানুষ দিয়েছেন। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে নির্ভয় হয়ে মানুষ ভোট দান করছেন।” মমতাকে খোঁচা দিয়ে নাড্ডা বলেছেন, “মা মাটি মানুষের পরিবর্তে মমতা ব্যানার্জি কি বেছে নিলেন ? তোলাবাজি, কাটমানি ও তুষ্টিকরণ। মমতা দিদি মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছেন। তিনি মায়ের কি হাল করেছেন তা তো শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতেই স্পষ্ট। কি দোষ ছিল এই বৃদ্ধার? মানুষের চাল চুরি করা সরকার এখন মানুষকে আনাজ দিতে চলেছে? মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া সরকার আজ মানুষকে অধিকার দিতে চাইছে?”

নাড্ডা বলেছেন, “আজকের এই সমাবেশে দেখা যাচ্ছে পুরুষের থেকে নারীর উপস্থিতি বেশি। এর থেকে প্রমাণ হয় যে বাংলার নারীরা স্থির করে নিয়েছে এবার তাদের পরিবর্তন চাই। দূর্গা পূজা, সরস্বতী পূজা বন্ধ করে দিয়েছে তৃণমূল। কিন্তু, এবছর তৃণমূলের কার্যকর্তারা ধুমধাম করে সরস্বতী পূজা করেছে। এই বছরই কেন? গত ৪ বছর কেন পুজো বন্ধ ছিল? এখন মমতা দিদি চন্ডীপাঠ করছেন। আগে কেন এমনটা করেননি?” নাড্ডা আশ্বস্ত করে বলেছেন, “এবার আপনারা বিজেপি সরকার তৈরি করুন প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করার কাজ শুরু হবে।” প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে নাড্ডা বলেছেন, “মোদীজী বাংলার কৃষকদের সম্মান দিতে চান। কৃষক সম্মান নিধির টাকা পাঠানোর জন্য দিদির কাছে কৃষকদের লিস্ট চেয়েছেন। কিন্তু দিদি বলেছেন দেব না, নাম পাঠাবো না, হবে না। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মোদীজী বাংলার জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। তিনি এসব করছেন শুধুমাত্র বাংলার বিকাশ করার জন্য।”

তৃণমূল সরকারকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “মহিলাদের অপহরণ, খুনের চেষ্টা, নিষ্পত্তি না হওয়া মামলা এই সমস্ত দিক থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। জলপাইগুড়িতে দুই আদিবাসী কন্যাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” এবারের বিধানসভা নির্বাচনে ‘হাইভোল্টেজ’ আসন নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা, এই আসনে মমতার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নাড্ডা এদিন দাবি করেছেন, ‘মমতা দিদি ভয়ে রয়েছেন, কারণ নন্দীগ্রাম আসন থেকে তিনি হারছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *