কলকাতা, ৩১ মার্চ (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়। এবার আগুন লাগল কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত একটি বহুতলে, ওই বহুতলের চার-তলায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। বুধবার সকালে ব্যাঙ্কের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষনের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিন-তলা ও চার-তলায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। ওই বহুতলে আরও বেশ কয়েকটি অফিস রয়েছে। সেই সমস্ত অফিসে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাতে থাকেন দমকল কর্মীরা। প্রথমে পাশের একটি বহুতলের ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ স্ট্যান্ড রোডের ওই বহুতলে আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। অফিস টাইমে আগুন লাগলে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করছেন অনেকেই। আগুনের সূত্রপাত শর্টসার্কিটের কারণেই বলে মনে করা হচ্ছে।