নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে আজ হাপানিয়াস্থিত টিআইডিসির অডিটরিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সুকলপড়ুয়াদের পরিবহণ সংক্রান্ত নিয়মাবলী নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, পুলিশ একাউন্টিবিলিটি কমিশনের চেয়ারম্যান এস সি দাস, ট্রাফিক পুলিশের পুলিশ সুপার শর্মিষ্টা চক্রবর্তী, শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা কেশব কর সহ অন্যান্যরা৷ আলোচনাসভায় বক্তারা সুপ্রিম কোর্টে সাম্প্রতিক সুকল ছাত্র পরিবহণ সংক্রান্ত নিয়ামাবলীর উপর বিস্তারিত আলোচনা করেন৷ কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে আলোচনা করেন, উত্তর পূর্ব রাজ্য বিষয়ক আধিকারী পরেশ শাহ৷