নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ খুনের মামলায় দোষি সাব্যস্ত দুজনকে মৃত্যুদন্ডের আদেশ দিল আদালত৷ ধর্মনগর জেলা আদালতের বিচারক গৌতম সরকার এই রায় দেন৷
সংবাদে প্রকাশ স্বামীকে খুনের দায়ে স্ত্রী ও তার প্রেমিককে এই মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়েছে৷ জানা গিয়েছে নাছরিমা বেগম (৩৫) এবং তার প্রেমিক ফয়জুল জালাল (৩০) কে এই দন্ডাদেশ দেয়া হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, কদমতলা থানার অধীন কুর্তি গ্রামের মধ্যরাজনগরের সুরজ আলির ছেলে ২০১৬ সালের ১৮ জুলাই ভোরে আজিরউদ্দিনকে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দিয়েছিল স্ত্রী নাছরিমা এবং তার প্রেমিক ফয়জুল৷ গুরুতর আহত অবস্থায় আজিরুদ্দিনকে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়৷ মৃতের বাবা সুরজ আলি জানায় মৃত্যুর ঘটনার দুদিন আগে অর্থাৎ ২০১৬ সালের ১৬ জুলাই আজিরুদ্দিন স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে৷ এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হবয়৷
এই ঘটনার দুদিন পরই স্ত্রী ও তার প্রেমিক আজিরুদ্দিনকে আগুনে পুড়িয়ে হত্যা করে৷ এই ব্যাপারে কদমতলা থানায় সুরজ আলি ২০১৬ সালের ১৯ জুলাই একটি মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৩৫/২০১৬৷ মামলা হয় আইপিসি’র ৩০২/ ৩০১/১৩০(বি)/ ৩৪ ধারা মোতাবেক৷ মামলাটির তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন পিযুষ কান্তি সাহা৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল৷ মোট ১৩ জনের সাক্ষদান পর্ব শেষে বৃহস্পতিবার বিচারক মৃতের স্ত্রী নাছরিমা বেগম ও ফয়জুল জালালকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছেন৷