ঢাকা, ২৫ মার্চ (হি.স.) : বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর প্রাক্কালে বৃহস্পতিবার সন্ধ্যায় দিলেন । জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের সকল নাগরিককে নতুন করে শপথ নিতে হবে। শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতা স্বপ্নে উন্নত ও সমৃদ্ধ অসম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তবে এই উদযাপন যেন শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন শপথ নিতে হবে। তিনি ভাষণের শুরুতেই দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।