মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন আরপিআই নেতা রামদাস আটবলে

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : এবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আটবলে। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানালেন।


আরপিআই নেতা রামদাস আটবলে এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্রের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ-র বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি। আর এই মামলার নিরপেক্ষ তদন্তের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন। কারণ এই সরকার থাকলে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। রাষ্ট্রপতি তাঁকে এ ব্যাপারে বিবেচনা করবেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানিয়েছেন।


তিনি রাষ্ট্রপতিকে বলেন, প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ বিরুদ্ধে ১০০ কোটি টাকা তোলা ওঠানোর চাপ দিয়েছেন বলে অভিযোগ এবং এন্টিলিয়া কাণ্ডে গ্রেফতার শচীন বাজে সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি অবগত করেন তিনি। এর পাশাপাশি বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কারণে রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *