আইএসএসএফ বিশ্বকাপে শুটিংয়ে ভারতের সোনার দিন

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স): দিল্লিতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে। এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ভারতের মহিলাদের পর পুরুষদের দলও সোনা জিতেছে।। বিশ্বকাপের তৃতীয় দিনে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতল ভারত। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে পুরুষরা রুপো জিতেছেন। যদিও দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতের হাত থেকে কার্যত সোনা ছিনিয়ে নিয়ে গিয়েছে আমেরিকা।

রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে শুরু থেকেই ভালোভাবে এগোচ্ছিল ভারত। ফাইনালেও সেই ধারা বজায় রাখে মনু ভাকের, শ্রীনিবেদা পারামানান্থাম এবং যশস্বীনি সিং দেশওয়ালের জুটি। এদিন ড. কার্নি সিং শুটিং রেঞ্জে সোনা জয়ের লড়াইয়ে ভারতের সামনে ছিল পোল্যান্ড। গোল্ড মেডেল রাউন্ডে ভারত স্কোর করে ১৬, পোল্যান্ড ৮-এর বেশি পারেনি। সেকেন্ড কোয়ালিফিকেশনে ভারতের সর্বমোট স্কোর ছিল ৫৭৬। পোল্যান্ডের ৫৬৭। প্রথম কোয়ালিফিকেশনে ছটি সিরিজে ভারতের স্কোর ছিল যথাক্রমে ২৯০, ২৮৭, ২৮৮, ২৮৭, ২৯৩ ও ২৮৭, সবমিলিয়ে ১৭৩১। পোল্যান্ডের শুটারদের স্কোর ছিল ২৮৬, ২৮৩, ২৮৬, ২৮৬, ২৮৬ ও ২৮৭, সবমিলিয়ে ১৭০১।

১০ মিটার এয়ার পিস্তলে এরপর ভারতের পুরুষ দলও সোনা জিতেছে। সৌরভ চৌধুরী, শাহজার রিজভি ও অভিষেক ভার্মা এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ১৭-১১ ব্যবধানে পরাস্ত করেন ভিয়েতনামের প্রতিযোগীদের। শটগান রেঞ্জে মহিলাদের স্কিট ইভেন্টে বিশ্বকাপের নিজের প্রথম পদক জিতেছেন জি সেখন। বিশ্ব ক্রমতালিকায় ৮২ নম্বরে থাকা এই শুটার এদিন ৪০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।

অন্যদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে স্বর্ণপদক রাউন্ডে দুর্দান্ত শুরু করেন ভারতের ঐশরিয়া প্রতাপ সিং তোমার, দীপক কুমার এবং পঙ্কজ কুমার। পঞ্চম রাউন্ডের পর ৮-২ ব্যবধানে এগিয়েছিল ভারত। সেখান থেকে ভারতের ভুলের সুযোগে ৮-৮ করে ফেলেন আমেরিকার শুটাররা। তারপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। নিজেদের হাতেই লিড রেখেছিল। একটা সময় চার পয়েন্টে এগিয়েছিল। তখন কার্যত ভারতের জয় নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু পরপর তিন রাউন্ড জিতে ভারতের হাতের মুঠো থেকে সোনা ছিনিয়ে যায় আমেরিকা। শেষপর্যন্ত আমেরিকার স্কোর দাঁড়ায় ১৬। ভারতের স্কোর হয় ১৪। অন্যদিকে, জোরদার টক্করের পর ইরানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

এছাড়া, সংযুক্ত আরব আমিরশাহীর আল আইনে অনুষ্ঠিত বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের সিংহরাজ। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে হারিয়ে ২০১৯ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *