নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মার্চ৷৷ রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী অটো গাড়ি দুর্ঘটনার কবলে৷দূরপাল্লার লরি ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট পুরান বাজার সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামি এলাকা থেকে ত্রিপরা মথা দলের রাজনৈতিক ডোর টু ডোর প্রচার শেষ করে চাকমাঘাট রঙ্গিয়া টিলা বাড়ি ফেরার পথে এনএল-০১ এন ০১৭৬ নম্বরের দূরপাল্লার লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী টট্ট০১ক্ক৩৮৮৮ নম্বরের একটি অটো গাড়ি৷ এতে গুরুতর ভাবে আহত হয় চালক সহ মোট পাঁচজন৷ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তাদের তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷
আহতরা হলেন -অজিত দেববর্মা,(১৮)সরঞ্জয় দেববর্মা, (২১)অমৃত দেববর্মা, (২০)যোগেশ দেববর্মা,(১৮) এবং চালক বাপন দেবনাথ, (৩০) অটোতে থাকা যাত্রী চারজনের বাড়ি চাকমা ঘাটের রঙ্গিয়া টিলা এলাকায়৷ জানা যায়, চাকমা ঘাট পুরাতন বাজার সংলগ্ণ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল দূরপাল্লার ও লরিটি৷ আর উল্টো দিক থেকে অর্থাৎ মুঙ্গিয়াকামী ত্রিপরা মথা দলের প্রচার শেষ করে বাড়িমুখী আসার পথে ঘটে বিপত্তি৷
এদের মধ্যে চালক বাপন দেবনাথের অবস্থা আশঙ্কাজনক৷বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷