টোকিও, ২০ মার্চ (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার সন্ধ্যায় ৭.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জাপানের রাজধানী টোকিও-র কাছে, তীব্র ভূমিকম্পে রাজধানী টোকিওতে কেঁপে ওঠে বিল্ডিং। জাপানের উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয় সুনামির সতর্কতা। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬.০৯ মিনিট নাগাদ ৭.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে, ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।
মিয়াগি প্রিফেকচারে সুনামির সতর্কতা জারি করা হয়। মিয়াগি প্রিফেকচারে একজন আহত হয়েছেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটের পরে সুনামিও আছড়ে পড়ে। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প। টোকিওতে কেঁপে ওঠে বহু বিল্ডিং, আতঙ্কে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় আসেন মানুষজন। ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।