মুম্বই, ২০ মার্চ (হি.স.): মহারাষ্ট্র সন্ত্রাস-বিরোধী স্কোয়াডের কাছ থেকে মনসুখ হিরেন হত্যা মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মুকেশ আম্বানির বাড়ির বাইরে যে গাড়িতে বিস্ফোরক মিলেছিল ওই গাড়ির মালিক হলেন হিরেন, গত ৫ মার্চ থানেতে হিরেনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। মনসুখ হিরেন হত্যা মামলার তদন্ত করছিল মহারাষ্ট্র সন্ত্রাস-বিরোধী স্কোয়াড, ইতিমধ্যেই ২৫ জনের বয়ান রেকর্ড করেছিল মহারাষ্ট্র এটিএস।
শনিবার এনআইএ সূত্রে জানা গিয়েছে, মনসুখ হিরেন হত্যা মামলার তদন্তভার হাতে তুলে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এনআইএ-কে নির্দেশও দেওয়া হয়েছে। এবার মনসুখের হত্যা মামলার তদন্ত করবে এনআইএ।