নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা, ১৭ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় জনগণ৷তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মোরা এডিসি ভেলিজের ৪৭ মাইলের টিএসআর ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রপানীয় জলেরসংকট চলছে বারবার আবেদন-নিবেদন জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ৷আজ সকাল দশটা নাগাদ ওই এলাকার উপজাতি জনগণ ক্ষুব্দ হয়ে হাঁড়ি কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে৷জাতীয় সড়ক অবরোধের কারণে শত শত গাড়ি দু দিক দিয়ে আটকে পড়ে৷
এদিকে এলাকাবাসীর অভিযোগ গাড়ির মাধ্যমে জল দেওয়া হয় সেই জল দিয়ে প্রতিদিনের চাহিদা পূরণ হয়না ওই এলাকায়৷৷সংবাদ এর আরো জানা যায় ওই এলাকার জনজাতি অংশের মানুষেরা পানীয় জলের জন্য নিত্যদিন সংগ্রাম করতে হচ্ছে৷বিশেষ করে শুখা মরসুমে পানীয় জলের উৎস গুলি শুকিয়ে যায়৷ফলে পানীয় জলের জন্য হাহাকার দেখাদে এলাকায়৷দশটা নাগাদ এলাকাবাসীরা ক্ষুব্দ হয়ে ৪৭ মাইল এলাকার জাতীয় সড়কে অবরোধ করে বসে৷তাদের একটি দাবি জল চাই জল দাও৷এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷অবরোধকারীদের সাথে কথা বলেন অবরোধ মুক্ত করার জন্য৷
এদিকে, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে পুলিশ দ্রুত পানীয় জল সরবরাহ করার উপযুক্ত ব্যবস্থা করার দাবিতে বুধবার সকাল থেকে মোহনপুর সীমনা পথ অবরোধ করেন মহিলারা৷বুধবার সকাল থেকে সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ দপ্তর এর অফিসের সামনে মোহনপুর টু সিমনা প্রধান রাস্তার উপর বৈরাগীপাড়ার গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করেন৷ জানা যায় গত ছয় দিন যাবত বৈরাগীপাড়াতে পানীয় জলের একমাত্র উৎস ডিপটিউওয়েলটি চালানো হচ্ছে না,৷কারণ হিসেবে জানা যায় বৈরাগীপাড়া স্থিত ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায় ৭ দিন আগে৷
কিন্তু দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ফিডকো কোম্পানি সাত দিন যাবত ট্রান্সফরমারটি সারাই করার কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ যার ফলে বিদ্যুৎ না থাকায় ডিপটিউবওয়েলটি চালানো যাচ্ছে না৷ তাতে গ্রামবাসীরাও জল পাচ্ছে না৷ এরই প্রতিবাদে রাস্তা অবরোধ এ বসেন গ্রামের মহিলারা৷ অবরোধকারীরা স্পষ্ট ভাবে জানান কতৃপক্ষের কাছ থেকে কোন আশ্বাস না পাওয়া গেলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷শুকা মরসুমে পানীয় জলের অভাবে এলাকার মানুষজন জটিল সমস্যায় পড়েছেন৷ এরইমধ্যে বিদ্যুতের অভাবে পাম চালাতে না পারায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা আরো বেড়েছে৷