জাতীয় কৃমিনাশক দিবস : রাজ্যে দ্বাদশরাউন্ডের পর্ব শুরু

আগরতলা, ১৬ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরায় আজ থেকে জাতীয় কৃমিনাশক দিবস দ্বাদশ রাউন্ডের পর্ব শুরু হয়েছে৷ চলবে ২২ মার্চ পর্যন্ত৷ সমস্ত কোভিড-১৯ সুরক্ষাবিধি মেনে ১ থেকে ৫ বছর বয়সের অনথিভুক্ত এবং বিদ্যালয় বহির্ভূত শিশু এবং ৬ থেকে ১৯ বছর বয়সের বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ পাশাপাশি ৬ থেকে ১৯ বছর বয়সের বিদ্যালয়-পড়ুয়া এবং বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের বিদ্যালয়ের শিক্ষকেরা কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷ জাতীয় কৃমিনাশক দিবস দ্বাদশ রাউন্ডে লক্ষ্যমাত্রা ধার্য করা শিশু ও কিশোর কিশোরীর মোট সংখ্যা ১২ লক্ষ ১৯ হাজার৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য-সচিব আজ মঙ্গলবার এ-কথা জানিয়েছেন৷


তিনি জানান, ২০২০ সালে কোভিড-১৯ অতিমারির সময় রাজ্যের সুকল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় সাধারণ প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় কৃমিনাশক দিবস ২০২০-এর আগস্ট রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি৷ তাই রাজ্য সরকার আটটি জেলায় কোভিড- ১৯ সুরক্ষা বিধি অনুসরণ করে প্রথমসারির কর্মীদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে সম্প্রদায়ভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবস কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে৷


সদস্য-সচিব বলেন, বর্তমানে সুকল খোলার সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সুরক্ষা বিধি এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বল্প উপস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার জাতীয় কৃমিনাশক দিবস ২০২১ মার্চ রাউন্ডের জন্য একটা মিশ্র পন্থা অবলম্বন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সমস্ত কোভিড-১৯ সুরক্ষাবিধি মেনে অনথিভুক্ত শিশু এবং ৬ থেকে ১৯ বছর বয়সের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ এছাড়া, ১ থেকে ৫ বছর বয়সের ছেলেমেয়ে এবং ৬ থেকে ১৯ বছর বয়সের বিদ্যালয় বহিঃর্ভূত ছেলেমেয়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশু এবং বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী যারা বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কৃমিনাশক ঔষধ খায়নি তাদের কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷

তাঁর কথায়, জাতীয় কৃমিনাশক দিবসের পূর্ববর্তী রাউন্ডগুলির মতো এবারও এএনএম, এমপি ডব্লিওগণ ডিগ্রি কলেজ, আইটিআই, কারিগরি বিদ্যালয়, প্রাক-প্রাথমিক বেসরকারি বিদ্যালয়, ইটভাট্টায় ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *