মুম্বই, ১৬ মার্চ (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। বুধবারই দেশের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি, শুধুমাত্র মুম্বইতেই সোমবার সারাদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৭১২ জন। নতুন করে করোনা-সংক্ৰমণ বৃদ্ধিতেও কারও হুঁশ ফিরছে না! মঙ্গলবার সকালে মুম্বইয়ের দাদর মার্কেটে সাধারণ মানুষের ভিড় ছিল অকেনটাই বেশি। মাস্ক কারও মুখে ছিল না বললেই চলে, তাছাড়া সামাজিক দূরত্ববিধি মেনে চলছেন না কেউ। শুধুমাত্র দাদর মার্কেট নয়, মুম্বইয়ের সমস্ত মার্কেটেই এদিন সকালে একই পরিস্থিতি ছিল।
এ বছরের শূরুতে যেখানে গড়ে প্রতি দিন ১০ হাজার করে সংক্রমণ হচ্ছিল, সেখানে গত কয়েক দিনে হঠাই তা দ্বিগুণ হয়ে ৩ গুণের দিকে এগোতে শুরু করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে, মৃত্যুও বাড়ছে। সাধারণ মানুষের উদাসীনতার জন্য এই পরিস্থিতি বলে মনে করছেন অনেকেই। তার উপর ভারতে করোনাভাইরাসের টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এই উদাসীনতা অনেকটাই বেড়েছে। কারও মুখেই এখন মাস্ক দেখা যাচ্ছে না, কেউ সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন না। দেশবাসী যেন ভেবে নিয়েছে মহামারী চলে গিয়েছে, কিন্তু তাঁদের ভাবনা যে ভুল তা গত কয়েকদিনের সংক্রমণ বৃদ্ধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
2021-03-16