রাত পোহালেই জয়েন্ট (মেন) পরীক্ষা, এবার আঞ্চলিক ভাষায় ৪০,০০০ জনেরও বেশি পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) :  রাত পোহালেই অর্থাৎ মঙ্গলবার শুরু হচ্ছে জেইই (মেন)-এর মার্চ সেশনের পরীক্ষা। ১৮ মার্চ পর্যন্ত চলবে এই ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা।
এক্ষেত্রে এই বছর চার বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। যাঁরা মার্চ বা ফেব্রুয়ারির জেইই-র নশ্বর নিয়ে সন্তুষ্ট নন, তাঁরা এপ্রিল ও মে মাসের পরীক্ষাতেও বসার সুযোগ পাবেন। আপাতত, পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। দু’টি শিফ্টে হবে পরীক্ষা। সকালের শিফট ৯টা থেকে দুপুর ১২টা। বিকেলের শিফ্ট হল ৩টা থেকে সন্ধ্যা ৬টা। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে পরীক্ষার্থীদের।


এই বছর একদম অন্য ফরম্যাটে হবে পরীক্ষা। জাতীয় শিক্ষা নীতির সূত্র ধরে প্রথম বার অহমিয়া, বাংলা, কন্নড়, মলয়ালম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু ও উর্দু ভাষার পাশাপাশি হিন্দি, গুজরাতি ও ইংরেজি ভাষাতেও হবে জেইই মেন পরীক্ষা। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে খবর, এবার আঞ্চলিক ভাষায় ৪০,০০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।


এই পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেল্ফ ডিক্লারেশন ফর্ম, বৈধ পরিচয় পত্র, ছবি, একটি বল পেন, একটি হ্যান্ড স্যানিটাইজার (৫০ এমএল), জলের বোতল নিয়ে যেতে হবে। যদি কোনও ডায়াবেটিস রোগী থাকেন, তাহলে খাবার নিতে পারেন। তবে টিফিন বক্স যাচাই করে নেওয়া হবে।


পরীক্ষা হলে নিষিদ্ধ জিনিসগুলির মধ্যে আছে জ্যামিতি বাক্স, পেনসিল বাক্স, হাত ব্যাগ, টাকার ব্যাগ, কোনও ফটোকপি, সাদা কাগজ, খাওয়ার জিনিস, মোবাইল ফোন, ইয়ার ফোন, মাইক্রোফোন, ক্যালকুলেটর, স্কেল, লগ টেবিল, ক্যামেরা, টেপ রেকর্ডার, ইলেকট্রনিক ঘড়ি, ইলেকট্রনিক গ্যাজেট বা এই জাতীয় জিনিস। অর্থাৎ, এ সব নিয়ে পরীক্ষা হলে ঢোকা যাবে না।


কয়েকটি বিষয় ভালো করে খুঁটিয়ে দেখে নিতে হবে। এক্ষেত্রে নিজেদের কম্পিউটারে তাঁদের বিষয়ের প্রশ্নপত্র রয়েছে কি না, তা একবার দেখে নিতে হবে। যদি অন্য কোনও বিষয়ের প্রশ্নপত্র থাকে, তাহলে তড়িঘড়ি পরিদর্শককে জানাতে হবে। অ্যাডমিট কার্ডের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যদি কোনও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ফার্স্ট এইড বা অন্য কোনও সাহায্য লাগে, তা হলে সেন্টার সুপারিনটেনডেন্টকে জানাতে হবে।


বেশিরভাগ রাজ্য ও কেন্দ্রীয় শিক্ষাবোর্ডগুলির তরফে এই বছরের পরীক্ষার জন্য সিলেবাস কমানো হয়েছে। এর জেরে পরীক্ষার প্রশ্নপত্রেও একটু পরিবর্তন এসেছে। যাতে কোনও ছাত্রের অসুবিধা না হয়, সেই জন্য এনটিএ-এর তরফে এই বছরের পরীক্ষায় একটি ‘ইন্টারনাল চয়েস অপশন সিস্টেম’ চালু করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীদের ৩০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *