কৃষ্ণা (অন্ধ্রপ্রদেশ), ১৪ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় ধাক্কা মারল একটি লরি। রবিবার ভোরের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণা জেলার গোল্লাপল্লি গ্রামের কাছে। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৩ জন বিজওয়াড়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক লরির চালক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নুজভিদ গ্রামীণ সার্কেল ইন্সপেক্টর ভেঙ্কটা নারায়ণা জানিয়েছেন, রবিবার ভোর চারটে নাগাদ গোল্লাপল্লি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটোরিক্সায় ধাক্কা মারে একটি লরি।
চালক-সহ অটোতে মোট ১২ জন ছিলেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ ৬ জনের। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সার্কেল ইন্সপেক্টর ভেঙ্কটা নারায়ণা জানিয়েছেন, আহত ৬ জনের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁদের বিজওয়াড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা নুজভিদ মণ্ডলের লিওন তান্ডা গ্রামের বাসিন্দা, প্রত্যেকেই পেশায় কুলি।