বেপরোয়া বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ মার্চ৷৷ ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর পদ্ম পাড়া সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারালো এক যুবক৷ জানা যায় মনপাথর লাসি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা মঙ্গল দেবর্বমার ছেলে বিরাট দেবর্বমা (২৪ ) ও বিশু দেবর্বমার ছেলে রাজীব দেবর্বমা ( ২২ ) টি আর ০৮সি ৮৭৬৫ নাম্বারের পালসার বাইকে করে বীরচন্দ্র নগর বাজার থেকে বাড়ীর উদ্দ্যেশ্যে আসছিলো৷


এরই মধ্যে পদ্মপাড়া সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইক জাতীয় সড়ক থেকে উল্টে গিয়ে পাশ্ববর্তী একটি রাবার বাগানে গিয়ে পড়ে৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বিরাট দেবর্বমা৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহীনির কর্মীরা


দুইজনকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিরাট দেবর্বমাকে মৃত বলে ঘোষণা করে ও রাজীব দেবর্বমার অবস্থা আশঙ্কা জনক হোওয়াতে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে৷ বিরাট দেবর্বমার মৃতদেহ শান্তিরবাজার জেলা হাসপাতালে রাখা হয়েছে৷ আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷ এই দুর্ঘটনার ফলে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *