নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে বিজেপিতে যোগদান করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তিনদিনের মধ্যেই তাঁর নিরাপত্তায় ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে মিঠুনের নিরাপত্তায় সর্বদা সঙ্গে থাকবেন ১১ জন কমান্ডো। এছাড়াও তাঁর বাড়িতে সর্বদা ৫৮ জনের পুলিশি নিরাপত্তা থাকবে। এদিনই বিজেপির তরফে আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে ৪০ জন তারকা প্রচারে নাম রয়েছে মিঠুনের। নিজে প্রার্থী হবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি। এর আগে রাজ্যের প্রায় ৬০ জন বিজেপি নেতাকে এইধরনের কিংবা ওয়াই নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।