চতুর্থ টেস্টে ২০৫ রানে অল-আউট ইংল্যান্ড, প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ২৪/১

আমেদাবাদ, ৪ মার্চ (হি.স.) : আমেদাবাদে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ১৮১ রানে পিছিয়ে ভারত  । সিরিজের শেষ টেস্টের প্রথম দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড । এরপর ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারত তোলে ২৪ রান।  

আমদাবাদের শেষ টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় ইংল্যান্ডকে। টস জিতে ইংল্যান্ড দলনায়ক জো রুট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই দলেই দু-একটা পরিবরতনের সাথে ম্যাচ শুরু হয়। ভারতীয় দলে বুমরাহ না থাকায় এই ম্যাচে ইশান্তের সঙ্গে সুযোগ পান মহম্মদ সিরাজ। দুই পেসার শুরুটা ভাল করলেও উইকেট পড়েনি। ফলে ষষ্ঠ ওভারে সেই অক্ষর পটেলের হাতে বল তুলে দেন বিরাট। আর নিজের দ্বিতীয় বলেই ডমিনিক সিবলিকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অক্ষর। পরের ওভারেই অপর ওপেনার জ্যাক ক্রলিকেও আউট করেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং নির্ভর করছিল অধিনায়ক জো রুটের উপর। কিন্তু তাদের সবথেকে বড় ধাক্কাটা দিলেন সিরাজ। তাঁর বলেই এলবিডব্লিউ হয়ে মাত্র ৫ রানে ফিরলেন রুট।

মোতেরায় এদিন ৩ উইকেট পড়ে যাওয়ার পরে অবশ্য একটা পার্টনারশিপ গড়েন জনি বেয়ারস্ট ও বেন স্টোকস। লাঞ্চের আগে পর্যন্ত আর উইকেট পড়েনি। কিন্তু লাঞ্চের পরেই ফের ব্রেক থ্রু আনেন সিরাজ। বেয়ারস্টকে ২৮ রানের মাথায় আউট করেন তিনি। তারপরে অলি পোপের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। এদিন অনেক সাবলীল লাগছিল স্টোকসকে। হাফসেঞ্চুরিও করেন তিনি। কিন্তু ৫৫ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলের লাইন মিস করে এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান স্টোকস।

টপ অর্ডার ব্যর্থ হলেও ইংল্যান্ডের মিডল অর্ডার এদিন ভাল খেলল। অলি পোপ ধীরে খেললেও এই ম্যাচে দলে ফেরা ড্যানিয়েল লরেন্স বেশ দ্রুত খেলছিলেন। শুরুতেই কয়েকটি চার মারেন তিনি। চায়ের বিরতির পরে পোপকে ২৯ ও ফোকসকে ১ রানের মাথায় অশ্বিন ফেরালেও খেলছিলেন লরেন্স। দেখে মনে হচ্ছিল তিনিও হাফসেঞ্চুরি করবেন। কিন্তু ৪৬ রানের মাথায় ক্রিজ থেকে বেরিয়ে বড় শট খেলতে গেলে অক্ষরের বলে স্টাম্প আউট হন তিনি।

বাকিরা বেশি রান করতে পারেনি। শেষ পর্যন্ত অশ্বিনের বলে জ্যাক লিচ আউট হতেই ২০৫ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অক্ষর ৪, অশ্বিন ৩, সিরাজ ২ ও সুন্দর ১টি উইকেট নেন। তবে ইশান্ত শর্মা উইকেটহীন থেকে যান।

ভারত ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায়। তৃতীয় বলেই অ্যান্ডারসনের ইনসুইং ডেলিভারি বুঝতে না পেরে শূন্য রানে আউট হন শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ বিশেষ ভাল গেল না তরুণ শুভমানের। প্রথম দিনের বাকি সময়টা অবশ্য সামলে দেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা। দিনের শেষে দলের রান ১ উইকেটে ২৪। রোহিত ৮ ও পুজারা ১৫ করে খেলছেন। ইংল্যান্ডের থেকে এখনও ১৮১ রানে পিছিয়ে কোহলিরা।

মোতেরার এই উইকেটে অবশ্য এমন জুজু নেই যাতে খেলা অসম্ভব। একটু সময় কাটাতে পারলেই রান আসবে। ইংল্যান্ডকে কম রানে আটকে দেওয়া গিয়েছে। রোহিতরা চাইবেন দ্বিতীয় দিন প্রথম দুই সেশনের ভাল ব্যবহার করতে। কাল সারাদিন ব্যাট করতে পারলে ইংল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে ভারতের কাছে। সেই লক্ষ্যেই আগামীকাল নামবেন রোহিত ও পুজারা।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এই অবস্থায় শেষ টেস্টে না হারলেই সিরিজের দখল নেবে টিম ইন্ডিয়া। হারলেও সিরিজ খোয়াতে হবে না বটে, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট হাতছাড়া হবে। আমবাদাবের চতুর্থ টেস্টে ভারত জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *