নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ সোমবার ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এদিনের বৈঠকে যেসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা সাংবাদিক সম্মেলনে জনগণের উদ্দেশ্যে প্রকাশ্যে আনেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা৷ এদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে আসন্ন এডিসি নির্বাচন নিয়ে৷ এই নির্বাচনে মূলত যেসব এজেন্ডাকে সামনে রেখে গণমুক্তি পরিষদ ও অন্যান্য বামপন্থী উপজাতি সংগঠনগুলি প্রচারাভিযান করবে সেগুলির মধ্যে রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা৷ গণতন্ত্র পুণরুদ্ধার করা ইত্যাদি৷ এই আহ্বানকে সামনে রেখে আসন্ন এডিসি নির্বাচনে ময়াদানে ঝাপাবে গণমুক্তি পরিষদ৷