BRAKING NEWS

দেশের মাটিতে নতুন রেকর্ড বুমরার

চেন্নাই, ৫  ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় দলে অভিষেকের তিন বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেছেন   বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরা । ইতিমধ্যেই  বিদেশের মাটিতে ১৭ টি টেস্ট খেলা হয়ে গেছে তাঁর । ১৭ টি টেস্ট খেলার পর  দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন বুমরা । আর সেইসঙ্গে এক অনন্য রেকর্ডের মালিক হলেন বুমরা  । জাভাগাল শ্রীনাথ ও শচিন তেন্ডুলকরকে   পিছনে ফেলে সব থেকে বেশি টেস্ট খেলার পর ভারতের মাটিতে ম্যাচ খেলতে নামার রেকর্ড গড়লেন বুমরা।

শ্রীনাথ বিদেশে ১২টি টেস্ট খেলার পর দেশে খেলতে নেমেছিলেন। শচিন বিদেশে ১০টি টেস্ট খেলার পর ভারতের মাঠে নেমেছিলেন।  ভারতীয় দলের প্রাক্তন পেসার আর পি সিংও এই তালিকায় রয়েছেন। তিনিও বিদেশের মাটিতে ১১টি ম্যাচ খেলার পর দেশে খেলতে নেমেছিলেন।

জসপ্রিত বুমরাকে   এখন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে গণ্য করা হয়। ১৭টি টেস্ট ম্যাচে তিনি ৭৯টি উইকেট পেয়েছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর টেস্ট  অভিষেক হয়েছিল। তার পর তিন বছরে তিনি ভারতে একটিও টেস্ট খেলতে নামেননি। এবার চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমে অদ্ভুত এই রেকর্ডের মালিক হলেন ভারতীয় পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *