ভোপাল, ২৭ ডিসেম্বর (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতন নেতা কংগ্রেসের মধ্যে নেই। রবিবার এই কথা বলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের দাপুটে বিজেপি নেতা নরোত্তম মিশ্র। পাশাপাশি তিনি এও দাবি করেছেন কংগ্রেস নামে বিরোধী দলটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
এদিন নরোত্তম মিশ্র জানিয়েছেন, স্বাধীনতার পর মহাত্মা গান্ধী জানিয়েছিলেন যে কংগ্রেস এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের জোটসঙ্গীরা এমন কথাটাই বলে চলেছে। কংগ্রেস এবং তাদের নেতৃত্ব গুরুত্বহীন।
উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভা নির্বাচন এবং গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধানসভা উপনির্বাচনে চূড়ান্ত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দলের অভ্যন্তরে দেখা দিয়েছে নেতৃত্বহীনতার সংকট। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন এই দলটির বিরুদ্ধে বিদ্রুপ করলেন নরোত্তম মিশ্র।