নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া ১০ ডিসেম্বর৷৷ কৃষি ও কৃষক কল্যান দপ্তরের উদ্যোগে ধলাই জেলার পিছিয়ে পড়া ব্লক হিসাবে গন্ডাছড়া কৃষি মহকুমা আওতাধীন রইস্যাবাড়ি ব্লকের কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের নিয়ে বৃহস্পতিবার আন্তরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
এই দিন সকাল এগারোটায় রইস্যাবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত আন্তরিক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, প্রাক্তন এমডিসি পতিরাম ত্রিপুরা ও ধীরেন্দ্র ত্রিপুরা, রইস্যাবাড়ি ব্লক চেয়ারম্যান প্রদীপ জমাতিয়া, গন্ডাছড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক চন্দ্র কুমার রিয়াং, এলাকার বিশিষ্ট সমাজসেবকগন সহ দপ্তরের আধিকারিকরা৷ এই দিন কৃষকদের মধ্যে পাউয়ার টিলার,স্প্রে মেশিন, পামসেট প্রভৃতি বিতরন করা হয়৷ এই দিনের আন্তরিক মত বিনিময় সভায় কৃষকদের উপস্থিতি বেশ সাড়া পড়ে৷