BRAKING NEWS

করোনার জেরে বাতিল হল মেজর লিগ সকারের তিনটি ম্যাচ

নিউইয়র্ক, ১১ অক্টোবর (হি. স.):  মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটির ঘরোয়া লিগের সর্বোচ্চ আসর মেজর লিগ সকারের তিনটি ম্যাচ বাতিল করেছে কর্তৃপক্ষ।


শনিবার কলোরাডো র‍্যাপিড বনাম এলএ গ্যালাক্সির মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়। দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। রবিবার কলম্বাস ক্রু বনাম ওরলান্ডো সিটি এবং এফসি ডালাস বনাম মিনিয়েসোটা ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দুটিও করোনার কারণে বাতিল হয়। করোনার কারণে এ নিয়ে চারবার বাতিল হল র‍্যাপিডদের ম্যাচ।
গত ২৪ সেপ্টেম্বর কলোরাডোর ১২ জন স্টাফ ও ৫ জন খেলোয়াড়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাই স্পোর্টিং কানসান সিটি, পোর্টল্যান্ড টিম্বার্স ও এলএএফসির নির্ধারিত তিনটি ম্যাচই বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *