হাথরাস কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করলেন যোগী আদিত্যনাথ

লখনউ, ৩ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, এই নারকীয় ধর্ষণকাণ্ডে তদন্ত করতে সিট গঠন করেছিল উত্তরপ্রদেশ সরকার। সিটের প্রথম তদন্ত রিপোর্টের ভিত্তিতে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ ইন্সপেক্টরকে সাসপেন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।নিগৃহীতার ভাইয়ের তরফ থেকে পুলিশি তদন্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। সম্প্রতি জেলাশাসকের একটি ভাইরাল ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা।

এদিকে আজ হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা বঢরা সহ পাঁচ সদস্যের কংগ্রেসের প্রতিনিধি দল । জানা গেছে এদিন প্রায় ২৫ মিনিট ধরে কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। নির্যাতিতার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে প্রিয়ঙ্কা বলেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ সরকার। নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভয় দেখাচ্ছে যোগীর পুলিশ। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বললেন রাহুল। যেভাবে নির্যাতিতাকে দাহ করা হয়েছে তা নিয়ে রাহুল-প্রিয়ঙ্কার কাছেও তীব্র ক্ষোভপ্রকাশ, বিচার চাই, বলল পরিবার। ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাঁতর আবেদন। পাশে থাকার আশ্বাস রাহুল-প্রিয়ঙ্কার।