নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ সিধাই থানা এলাকার ছিনাই হানি এলাকায় নিকট আত্মীয়ের আক্রমণে আহত হয়েছেন এক যুবক৷ আহত যুবকের নাম রিতম ঘোষ৷ অভিযুক্ত যুবকের নাম লক্ষণ গোপ৷ তারা সম্পর্কে মামাতোতো পিসতুতো ভাই৷ নিজেদের মধ্যে মতভেদ এর জেরেই এ আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে৷ পিসতুতো ভাইয়ের আক্রমণে আহত মামাতো ভাই রিতম ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে অভিযুক্ত পিসতুতো ভাই লক্ষণ গোপের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নিকট আত্মীয়দের মধ্যে এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরা৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷
2020-08-15