শিল্পপতিদের টানতে আইনে ছাড়, অর্ডিন্যান্সে অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ শিল্পপতিদের রাজ্যে টানতে আইনে ছাড় দিয়েছে রাজ্য সরকার৷ রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দ্যা ফ্যাক্টরিজ (ত্রিপুরা অ্যামেণ্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২০ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় অনুমোদিত এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, রাজ্যে অর্থনৈতিক কার্যকলাপকে বাড়ানোর পাশাপাশি শিল্প গড়ে তোলার মধ্য দিয়ে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই অর্ডিন্যান্স আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এই অর্ডিন্যান্স অনুসারে দ্যা ফ্যাক্টরিজ অ্যাক্ট-১৯৪৮ ত্রিপুরায় জারি করার ক্ষেত্রে একটি নতুন ধারা ’৫ এ’ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সিদ্ধান্ত অনুসারে নতুন শিল্প স্থাপনের পর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে এক হাজার দিন পর্যন্ত শ্রম আইন ও ফ্যাক্টরিজ অ্যাক্ট আংশিক বা সম্পর্ণ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফ্যাক্টরিজ অ্যাক্ট ১৯৪৮ ত্রিপুরায় লাগু করার ক্ষেত্রে ২নং ধারার ক্লজ এম – এর সংশোধন করা হয়েছে৷ ক্লজ এম-এর সাবক্লজ-এক এবং সাবক্লজ-দুই সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিধানসভার পরবর্তী অধিবেশনে এই অর্ডিন্যান্স সংক্রান্ত বিল আনা হবে বলে আইনমন্ত্রী জানান৷ তিনি আরও জানান, বর্তমান রাজ্য সরকার গঠিত হওয়ার পর থেকে নতুন ২৪৩টি শিল্পের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *