মস্কো, ১১ আগস্ট (হি. স.): বিশ্ব থেকে করোনা নির্মূল করতে ভ্যাকসিন আবিষ্কারের দাবি করল রাশিয়া। মঙ্গলবার তাদের নবনির্মিত ভ্যাকসিনের রেজিস্ট্রেশনও করিয়ে ফেলল পুতিনের দেশ।প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার ঘোষণা নিজে করেছেন।পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই ভ্যাকসিনের উৎপাদন বিপুল পরিমাণে করবে রাশিয়া।কিন্তু বিশ্বের বাকি দেশগুলোর কাছে এই ভ্যাকসিন পৌঁছতে সময় লাগবে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত।
রাশিয়ার গামালয়া রিসার্চ ইনস্টিটিউট গত সপ্তাহে আবিষ্কারের তৃতীয় পর্যায় এসে প্রায় এক হাজারেরও বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করেছিল।রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে পরের মাস থেকে বিপুল পরিমাণে ভ্যাকসিনের উৎপাদন করা হবে। অক্টোবর থেকে যুদ্ধকালীন তৎপরতায় তা ব্যবহার করা হবে।মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, করোনাকে হত্যা করার ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে যে করোনা নির্মূল করতে এই ভ্যাকসিন কার্যকারী ভূমিকা পালন করেছে।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দীর্ঘকালীন স্তর তৈরি করবে এই ভ্যাকসিন।সকলকে চমকে দিয়ে ভ্লাদিমির পুতিন আরও দাবি করেছেন যে তার নিজের দুই মেয়ের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল।
বর্তমানে তারা সুস্থ রয়েছেন।এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।এই ভ্যাকসিন এর রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।যদিও বিভিন্ন বহুজাতিক সংস্থা দাবি করেছে যে রাশিয়ার এই ভ্যাকসিন এখনো ট্রায়ালের তৃতীয় পর্যায়ও পেরোয়নি।রাশিয়াকে ডব্লিউ টি ও পরামর্শ দিয়েছিল যে ভ্যাকসিন আবিষ্কারে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংগঠনও রাশিয়াকে সেই পরামর্শই দিয়েছিল।