নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ নাজেহাল সমগ্র বিশ্ব। ত্রস্ত ভারতও। এই মহামারি থেকে বিশ্ববাসীকে রেহাই দিতে হন্যে হয়ে প্রতিষেধকের খোঁজ চালাচ্ছেন সারা বিশ্বের গবেষকরা। এমতাবস্থায় ৭ দিনে করোনা-সারানোর গ্যারান্টি দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি। পতঞ্জলির তরফে ১০০ শতাংশ ক্ষেত্রে করোনা সারানোর দাবি করা হয়েছে।
কিন্তু, রিপোর্ট দেখার পর এবং তদন্তের পরই ওই ওষুধকে অনুমতি দেওয়া হবে, বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। বুধবার আয়ুষ মন্ত্রী জানিয়েছেন, ‘এটা অত্যন্ত ভালো বিষয় যে, দেশকে নতুন ওষুধ দিচ্ছেন বাবা রামদেব। কিন্তু, নিয়ম অনুযায়ী সেই ওষুধ প্রথমে আয়ুষ মন্ত্রকে আসবে। তাঁরা রিপোর্ট পাঠানোর কথাও বলেছেন। সেই বিষয়টি দেখছি আমরা, রিপোর্ট দেখার পরই অনুমতি দেওয়া হবে।’
প্রসঙ্গত, পতঞ্জলির তরফে ১০০ শতাংশ ক্ষেত্রে করোনা-নিরাময়ের দাবি করার পর পরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ওই ওষুধ সম্পর্কে সবিস্তার জানানোর জন্য আয়ুর্বেদ সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আয়ুষ মন্ত্রক। ওষুধের গুণাগুণ পরীক্ষা না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে।