নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.) : গালওয়ান সংঘাত নিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াংহ ওয়াই সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের উপর লাল ফৌজের অতর্কিত হামলাকে পূর্ব পরিকল্পিত বলে চিনা বিদেশমন্ত্রীকে জানিয়েছেন জয়শঙ্কর।তার কথায় আগে থেকে রণকৌশল ঠিক করে এবং পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছিল চিনা সেনা। তার জেরেই দুই তরফে উত্তেজনা চরমে ওঠে। যারা জেরে পরিস্থিতি হিংসাত্মক আকার ধারণ করে এবং প্রাণহানি হয়। এই ভাবে চলতে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।
চিনা সেনার উচিত নিজেদের অবস্থান বিবেচনা করে ত্রুটিগুলো সংশোধন করে পিছু হটে যাওয়া। ৬ জুন শীর্ষ সামরিক পর্যায় যে আলোচনা হয়েছে তা মেনে চিনাদের পিছু হটে যাওয়া উচিত। উল্লেখ করা যেতে পারে ১৫ জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা জওয়ানদের উপর অর্তকিতে হামলা চালায় চিনা সেনা। শহিদ হন ২৩ ভারতীয় জওয়ান। পাল্টা প্রত্যাঘাতে নিকেশ ৪৩ চিনা সেনা।দুই তরফে উত্তেজনা চরমপর্যায়ে হয়ে রয়েছে। বুধবার সারা দিন দফায় দফায় তিন বাহিনীর প্রধান এবং সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।চিনের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দেশের অখন্ডতা নিয়ে কোনও ভাবেই আপস করা হবে না তা মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।