গুয়াহাটি, ৭ জুন (হি.স.) : অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড মিজোরামেও প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। অসমে রবিবার সকালে এক ধাপে ৯২ জন আক্রান্তকে নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬৫।
মিজোরামে আজ নতুন আরও ১০ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আক্ৰান্তের সংখ্যা ৩৪ জনে বৃদ্ধি পেয়েছে। তাঁদের মধ্যে সর্বপ্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্ৰী জোরামথাঙ্গা রবিবার সকালে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলের মাধ্যমে এই খবর দিয়েছেন। তিনি জানান, মিজোরামে এখনও সক্ৰিয় কোভিড-১৯ পজিটিভ রোগী ৩৩ জন রয়েছেন।
নাগাল্যান্ডেও আজ নতুন আরও পাঁচজনের শরীরে করোনা পজিটিভের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে নাগাল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২ হয়েছে। ত্রিপুরায় সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৫। অরুণাচল প্রদেশে ৪৫ মেঘালয়ে ৩৩ জন।
রবিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংন্যু ফোম তাঁর টুইটার হ্যান্ডলে লিখে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নাগাল্যান্ডে নতুন পাঁচজনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত সকলেই চেন্নাই থেকে সংক্রমিত হয়ে এসেছেন। মন্ত্রী জানান, শনিবার মোট ৩১৮ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে এই পাঁচজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁরা সকলেই ডিমাপুরের বাসিন্দা বলে জানিয়েছেন মন্ত্রী এস পাংন্যু ফোম। তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত ১০৪ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এছাড়া ৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে মণিপুরে আজ কোনও নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যায়নি। রাজ্যে ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জন সুস্থ হওয়ার বিপরীতে সক্রিয় রোগী ৯১ জন।
গোটা উত্তর-পূর্বাঞ্চলের করোনা-আক্রান্তের যে তলিকা হাতে এসেছে সে অনুযায়ী অসমে মোট আক্রান্তের সংখ্যা ২৫৬৫, সুস্থ ৫৮৮ এবং ১৯৭০ জন সক্রিয়। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ত্রিপুরায় এই খবর লেখা পর্যন্ত ৭৫০টি করোনা মামলার মধ্যে ১৭৩ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রোগী ৫৭৭ জন। তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ১৩২ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মেঘালয়ে ৩৩টি পজিটিভ মামলা ধরা পড়েছে। তার মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি ১৩ জনকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মিজোরামে ৩৪টি মামলা ধরা পড়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন, চিকিৎসা চলছে ৩৩ জনের। অরুণাচল প্রদেশে আক্রান্ত ৪৫ জনের মধ্যে ১ জনকে ছুটি দেওয়া হয়েছে। এছাড়া সিকিমে এখন পর্যন্ত ৩ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তবে আক্রান্তের এই সংখ্যাগুলি দ্রুত পরিবর্তন হচ্ছে।