BRAKING NEWS

জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু প্রতাপগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর সন্ধ্যায় পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ৷ ঘটনা প্রতাপগড় শ্যামসুন্দর পাড়া এলাকায়৷ এদিন পুকুরের জলে ভাসমান অবস্থায় দেখা যায় টুটন রুদ্র পালের মৃতদেহ৷ খবর দেওয়া হয় মহারাজগঞ্জ ফাঁড়ি ও দমকল কর্মীদের৷


ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা৷ এলাকাবাসীর সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয় মৃতদেহ৷ ৩৩ বছর বয়সী টুটন রুদ্রপাল পেশায় সাফাই কর্মী ছিলেন৷ পুলিশ জানায় দিনের বেলা থেকে নিখোঁজ ছিল এই ব্যক্তি৷ পরে পুকুরের জল থেকে উদ্ধার হয় মৃতদেহ৷ পুলিশের প্রাথমিক অনুমান মৃগী রোগে আক্রান্ত হয়ে জলে পড়ে মৃত্যু হয়েছে টুটন রুদ্র পালের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *