বহিঃরাজ্যে আটকে থাকা মানুষদের রাজ্যে ফেরাতে প্রোটোকল অর্ডর জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনজনিত কারণে যারা বহির্রাজ্যে আটকে রয়েছেন তাদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে রাজ্য সরকার আজ নির্দিষ্ট প্রোটোকল অর্ডার ইস্যু করেছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ (স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ সংবাদ জানান৷


তিনি জানান, প্রোটোকল অর্ডার অনুযায়ী রেড জোন বা হটস্পট এলাকা থেকে রাজ্যে ফিরলে তাদের সমস্ত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রত্যেককেই উত্তর ত্রিপুরা জেলার ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হবে৷ তাদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ যদি নমুনা পরীক্ষায় সবারই নেগেটিভ আসে তাহলে তাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হবে৷ আর যদি নমুনা পরীক্ষায় কারোর পজেটিভ আসে তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ তিনি আরও জানান, যারা নন হটস্পট এলাকা থেকে ফিরবেন তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে এবং রেনডেমলি কিছু নমুনা পরীক্ষা করা হবে৷


অতিরিক্ত মুখ্যসচিব আরও জানান, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ শেষ ২৪ ঘন্টায় মোট ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৫০ জনেরই নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে৷ সাংবাদিকদের এক প্রশের উত্তরে তিনি জানান, বাংলাদেশ থেকে যাতে কেউ রাজ্যে প্রবেশ না করতে পারে তারজন্য সীমান্ত সীল করে দেওয়া হয়েছে৷ এরপরেও সীমান্ত গ্রামে কোনও বাংলাদেশী এসে থাকলে তা সাথে সাথেই প্রশাসনের নজরে নেওয়ার জন্য গ্রামবাসীদের প্রতি অতিরিক্ত মুখ্যসচিব আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *