নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.): খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু হোক । এমনটাই চান ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং । তাঁর মতে প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে।
করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু করার পক্ষপাতী যুবরাজ সিং । কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুবরাজ বলেছেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনা ভাইরাস থেকে। তারপর খেলাধুলোর কথা আসছে।” তিনি আরও বলেন, ‘‘করোনা আগে পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে। কারণ যদি এটা থেকে যায় আর বাড়তে থাকে তাহলে প্লেয়াররা ভয় পাবে রাস্তায় বেরতে, মাঠে নামতে, ড্রেসিংরুমে যেতে।”
২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে। যুবরাজ বলেছেন, ‘‘একজন প্লেয়ার যখন দেশ বা ক্লাবের প্রতিনিধিত্ব করছে তখন সে এমনিতেই অনেক ধরনের চাপের মধ্যে থাকে। যখন খেলতে নামবে তখন কেউ চাইবে না করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গে নিয়ে নামতে।”