নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলার হত্যাকাণ্ডকে হিন্দু-বিরোধী সুপরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বৃহস্পতিবার ভিএইচপি-র সাধারণ সচিব মিলিন্দ পারান্ডে বলেছেন, অবাক করে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আসছে, গুরুত্ব সহকারে এই মামলার তদন্ত হওয়া উচিত। দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বিজ্ঞপ্তি জারি করে ভিএইচপি-র সাধারণ সচিব মিলিন্দ পারান্ডের প্রশ্ন, লকডাউনের মধ্যে ১৪ এপ্রিল গ্রামে-গ্রামে বাচ্চা চুরির গ্যাংয়ের গুজব কে ছড়িয়েছে? ৩-৪ দিন আগেই সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় সামগ্রী বন্টনের সময় একজন চিকিৎসক ও পুলিশ আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। ওই সময় পর্যাপ্ত পুলিশ বাহিনী কেন পাঠানো হয়নি? ১৬ এপ্রিল রাত ন’টা নাগাদ প্রথমে সাধুদের গাড়ি আটকানো হয়েছিল, মারধর করা হয়েছিল তাদের। গ্রাম প্রধান চিত্রা চৌধুরী বোঝানোর পর মারধর বন্ধ হয়েছিল। ভিএইচপি-র প্রশ্ন, লকডাউনের মধ্যে মধ্যরাতে সংলগ্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষকে লাঠি, পাথর নিয়ে আসার জন্য কে ডেকেছিল? উস্কানি দেওয়ার নেপথ্যে করা রয়েছে?