মাস্ক পরে না গেলে সবজিও মিলবে না, সিদ্ধান্ত মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷এখন থেকে বাজারে মাস্ক পরে না গেলে সবজিও মিলবে না৷ মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে৷ করোনা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক৷


ইতিপূর্বে মাস্ক ছাড়া পেট্রোল-ডিজেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পেট্রোল পাম্প ডিলাররা৷ এখন বাজারেও মাস্ক ছাড়া সবজি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ-বিষয়ে সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় মাস্ক এবং সামাজিক দূরত্বের বিকল্প নেহ৷ তাই সকলেই মাস্ক পরে আসবেন এবং বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখবেন বলে তাঁর প্রত্যাশা৷ তিনি বলেন, বাজারে আমরা প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছি৷ তাছাড়া, আজ থেকে প্রত্যেক সবজি বিক্রেতাও বাজারে মাস্ক পরে ব্যবসা করছেন৷


জনৈক সবজি ব্যবসায়ী এদিন বলেন, বাজারে প্রত্যেক ক্রেতাই মাস্ক পরে আসছেন৷ তার মধ্যেও কয়েকজন ব্যতিক্রমী ক্রেতা রয়েছেন৷ তাই, মাস্ক পরে না আসলে সবজি বিক্রি করা হবে না, এমন নোটিশ টাঙানো হয়েছে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলের সমানভাবে দায়িত্ব পালন করতে হবে৷


এদিকে, বিভিন্ন বাজারে ব্যবসয়াীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে বিভিন্ন সংস্থা ওসংগঠনের তরফ থেকে৷ এই প্রচেষ্টা গোটা রাজ্যেই চলছে৷ তাতে এসএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে বুধবার বিবেকানন্দ ময়দানে গড়ে উঠা লেইক চৌমুহনি বাজারের সবজি ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও সেনিটাইজার প্রদান করা হয়৷ কোভিড-১৯-এর ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরাও যাতে সতর্ক থাকেন সেজন্যই ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের মধ্যে এসব সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসএফআই সদর বিভাগীয় সম্পাদক দীপাঞ্জন সরকার জানান, শ্রমিক মেহনতি মানুষের মধ্যেও তারা মাস্ক বিতরণ করেছেন৷ গরিব মানুষের মধ্যে খাদ্য পণ্য সামগ্রী বিতরণের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *