ত্রিপুরা সফর করে যাওয়া দুই মহিলা বাংলাদেশে করোনায় সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই চিন্তা বাড়ছিল ত্রিপুরার৷ এখন দুই বাংলাদেশী নাগরিকের করোনা আক্রান্তের ঘটনায় চিন্তা আরও বেড়েছে৷ কারণ, ওই দুই বাংলাদেশী নাগরিক ত্রিপুরা সফর করে দেশে ফেরার পর কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে করোনা আক্রান্ত হিসেবে রিপোর্ট এসেছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যে ওই বাংলাদেশী নাগরিক কোথায় থেকেছেন তার খোঁজ মিলেছে এবং তাদের আত্মীয়দের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷


ইমিগ্রেশন সূত্রে খবর, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ এলাকার বাসিন্দা জনৈক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি সম্প্রতি ত্রিপুরা সফর করেছেন৷ সূত্রের দাবি, আড়ালিয়ায় আত্মীয়ের বাড়িতে তিনি উঠেছিলেন৷ বর্তমানে তিনি বাংলাদেশে বক্ষবেদী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন৷ তার কোয়ারেন্টাইনে থাকাকালীন দুই চিকিৎসক সহ সাতজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷
এদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাও এলাকার বাসিন্দা জনৈক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন৷ ইমিগ্রেশন সূত্রে খবর, ওই মহিলা পরিবারের সাথে ত্রিপুরার শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন৷ গত সাত এপ্রিল তিনি আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন৷ সূত্রের দাবি, ত্রিপুরায় ওই মহিলা পরিবার নিয়ে মেলাঘরে তার আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন৷ বর্তমানে তিনি ঢাকায় আইসোলেশনে রয়েছেন৷


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে ওই বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরায় কোথায় থেকেছেন তার খোঁজ পাওয়া গিয়েছে৷ মেলাঘরে ঢাকার বাসিন্দার আত্মীয়ের বাড়িতে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে পুরো বাড়িটি কোয়ারেন্টাইন করেছে৷ এদিকে, আড়ালিয়ায় অপর বাংলাদেশী নাগরিকের আত্মীয়ের বাড়িটিও পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গিয়ে কোয়ারেন্টাইন করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *