নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.): করোনা মোকাবিলা এগিয়ে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পিএম কেয়ার ফান্ডে নিজের এক মাসের বেতন দান করলেন তিনি। পাশাপশি দেশবাসীকে এই তহবিলে দান করার আহ্বান জানান তিনি। রবিবার নিজের টুইট বার্তায় রাষ্ট্রপতি জানান যে রাষ্ট্রপতি ভবনের আমলা থেকে সাধারণ কর্মী সকলেই প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে দান করার জন্য এগিয়ে এসেছেন। উল্লেখ করা যেতে পারে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫০ ছড়িয়ে গিয়েছে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড গড়েছেন। তাতে সকল দেশবাসী স্বেচ্ছায় দান করতে পারবেন। সেই অর্থ যদি সামান্যও হয় তবুও সেই দান গৃহীত হবে।