নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : করোনাভাইরাসকে বিপর্যয় আখ্যা দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি গড়া হয়েছে রাষ্ট্রীয় বিপর্যয় মোকাবিলা তহবিল । এই তহবিলের অর্থ দিয়ে করোনায় আক্রান্তদের চিকিৎসার খরচ বহন করা হবে । পাশাপাশি মৃতদের পরিবারের লোকেদের দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ বলে ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখে অবগত করানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে । পাশাপাশি কেন্দ্রীয় সরকারও করোনাভাইরাসক বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে । ফলে গড়ে তোলা হয়েছে রাষ্ট্রীয় বিপর্যয় মোকাবিলা তহবিল । এই তহবিলের অর্থ দিয়ে রাজ্য সরকারও করোনারোধে যাবতীয় পদক্ষেপ নিতে পারবে । করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিজনকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।