নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : করোনাভাইরাসে বিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে স্টেটাস রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রকে বলে জানিয়েছে আদালত। পাশাপাশি সেই সকল পড়ুয়াদের উদ্ধার করা নিয়ে কেন্দ্র কেমন পদক্ষেপ নেবে তা হলফনামা দিয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, করোনায় নাজেহাল ইরানে আটকে পড়েছে একাধিক কাশ্মীরি পড়ুয়া। সেই সকল পড়ুয়াদের উদ্ধারের জন্য কেন্দ্র কেমন পদক্ষেপ নিয়েছে তা জানতে ওই পড়ুয়াদের পারিবারের সদস্যরা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি আইএস মেহেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে ৩ মার্চ জবাব চেয়ে নোটিশ জারি করেছিল। পিটিশনে জানানো হয়েছে ইরানে ফেঁসে থাকা ভারতীয় পড়ুয়াদের দ্রুত উদ্ধার করতে হবে।