ভগবানের রূপে আপনাকে পেয়েছি শুনে আবেগতাড়িত প্রধানমন্ত্রী, চোখে এল জল

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) :  জনৌষধি সপ্তাহের শেষ দিনে আবেগতাড়িত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | শনিবার জনৌষধি পরিযোজনা’-য় উপকৃতদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলার সময় এক মহিলার কথা শুনে চোখে জল চলে আসে নরেন্দ্র মোদীর | ওই মহিলা বলেছিলেন, “আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।”

এই প্রকল্প থেকে তাঁরা কেমন সুফল পেয়েছেন তা প্রধানমন্ত্রীকে এ দিন জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলছিলেন মোদী। সেখানেই উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দীপা সাহা নামে এক মহিলা।

দীপা বলেন, ‘‘২০১১ সালে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন। চলাফেরা, কথা বলা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি চিকিত্সাও ঠিক মতো করাতে পারছিলেন না। কারণ ওষুদের দাম খুব বেশি ছিল। আগে তাঁর পাঁচ হাজার টাকার ওষুধ লাগত মাসে, জনোষধি প্রকল্প আসার পর সেই ওষুধই এখন দেড় হাজারে কিনতে পারেন। ফলে আজঅনেক সুস্থ আছেন।’’এর পরই কাঁদতে কাঁদতে দীপা বলেন, “আমি ঈশ্বরকে দেখিনি। কিন্তু ঈশ্বরের রূপে আপনাকে দেখেছি।”

দীপার এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। বেশ কিছু ক্ষণ মাথা নিচু করে নিজের আবেগ লুকনোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী। তাঁর চোখ জলে ভিজে যায়। সেই ছবিই ধরা পড়ে ক্যামেয়ায়। পরে তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে শেয়ার হয়েছে।

উল্লেখ্য, প্রতি মাসে এক কোটির উপর পরিবার জনৌষধি কেন্দ্রগুলি থেকে লাভবান হচ্ছেন। এই কেন্দ্রগুলিতে থেকে বাজার দরের থেকে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। হাজার টাকার উপরে ওষুধের দামে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা বেঁচে গিয়েছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় দেশ জুড়ে ৯০ লাখ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে চিকিত্সা পেয়েছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *